বাসস ক্রীড়া-১০ : এবাদতের বোলিং নৈপুণ্যে প্রথম দিনই অলআউট ওয়ালটন সেন্ট্রাল জোন

309

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিসিএল
এবাদতের বোলিং নৈপুণ্যে প্রথম দিনই অলআউট ওয়ালটন সেন্ট্রাল জোন
বগুড়া, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : বিসিবি নর্থ জোনের ডান-হাতি পেসার এবাদত হোসেনের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই ২২০ রানে অলআউট ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাবে প্রথম দিন শেষে নিজেদের ইনিংস শুরু করে ১ উইকেটে ৭২ রান করে বিসিবি নর্থ জোন। ৯ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে রয়েছে বিসিবি নর্থ জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে বিসিবি নর্থ জোন। ব্যাটিং-এ নেমে বিসিবি নর্থ জোনের বোলারদের তোপের মুখে পড়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা। ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরমধ্যে ২ উইকেট ছিলো এবাদতের।
পরবর্তীতে আরও ৪ উইকেট নিয়েছেন এবাদত। ইনিংসে তার বোলিং ফিগার দাড়ায় ১৭ দশমিক ৫ বলে ৫১ রানে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে বা ম্যাচে এটিই সেরা বোলিং ফিগার এবাদতের। তার বোলিং তোপে চা-বিরতির আগে গুটিয়ে যায় ওয়ালটন সেন্ট্রাল জোন। এবাদত ছাড়াও বিসিবি নর্থ জোনের পক্ষে জিয়াউর রহমান ২টি, মোহর শেখ-সানজামুল ইসলাম ১টি করে উইকেট নেন।
দিনের শেষ ভাগে ১৫ দশমিক ১ ওভার ব্যাট করার সুযোগ পায় বিসিবি নর্থ জোন। ওপেনার জুনায়েদ সিদ্দিককে হারায় তারা। তবে আরেক ওপেনার মিজানুর রহমান ৩৪ ও তিন নম্বরে নামা ফরহাদ হোসেন ৩১ রানে অপরাজিত আছেন।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব