চীনের বিজ্ঞানীর শিশুর জিন পরিবর্তনের পরীক্ষা ‘স্থগিত’

641

হংকং, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনা বিজ্ঞানী বুধবার জানিয়েছেন, তিনি শিশুর জিন পরিবর্তনের পরীক্ষা স্থগিত করেছেন। নৈতিকতার দিক থেকে অত্যন্ত বিতর্কিত এই প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কঠোর সমালোচনার ঝড় উঠার পর তিনি এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা স্থগিতের ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
এর আগে তিনি বিশ্বে এই প্রথমবারের মতো শিশুর জিন পরিবর্তনের পরীক্ষায় সফল হয়েছেন বলে দাবি করেন।
জিন হচ্ছে ক্রোমোজমের অন্তর্গত একক যা ব্যক্তির কোনো নির্দিষ্ট বংশানুক্রমিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে।
হি জিয়ানকুই হংকং হাসপাতালে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বলেন, এইচআইভি আক্রান্ত এক বাবার জন্ম নেয়া দুই শিশুর ডিএনএ পরিবর্তনে তিনি সফল হয়েছেন।
মোট আট দম্পতি এই পরীক্ষা চালানোর জন্য তাদের নাম লেখালেও এ সংক্রান্ত পরীক্ষা স্থগিত করার আগে এক দম্পতি তালিকা থেকে নাম প্রত্যাহার করে নেয়।
তিনি বলেন, ‘অপ্রত্যাশিতভাবে এ পরীক্ষার ফলাফল ফাঁস হওয়ায় আমি ক্ষমা প্রর্থনা করছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এটির ক্লিনিক্যাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।’