মঙ্গলের মাটিতে নাসার নভোযান ইনসাইট

539

পাসাদেনা (যুক্তরাষ্ট্র), ২৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : নাসার মনুষ্যবিহীন মহাকাশযান ইনসাইট সোমবার মঙ্গলের মাটিতে অবতরণ করেছে।
গত মে মাসে ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণের পর দীর্ঘ সাত মাসের যাত্রা শেষে রোবটিক মহাকাশযান ইনসাইট সফলভাবে মঙ্গলের মাটি স্পর্শ করে। এই ইনসাইট নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
অবতরণের পর পরই নাসার ইনসাইট মিশনের কাছে এ সম্পর্কিত বার্তা পাঠায় রোবটিক ইনসাইট। এটিকে নিয়ন্ত্রণকারী নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির সবাই এসময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।
এই সাফল্যের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসা টিমকে অভিনন্দন জানিয়েছেন।
গবেষকরা বলেছেন, ইনসাইট মঙ্গলগ্রহের উপরিতলের কম্পন বিশ্লেষণ করবে। এছাড়া এ গ্রহে কোনো তরল পদার্থ আছে কিনা তাও খতিয়ে দেখবে রোবটটি। আগামীতে নাসার মানুষবাহী যান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে বর্তমানের এই মিশনটিকে।