পুতিন ও মোদি কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন : লাভরভ

310

সোচি, ২২ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের কৌশলগত অংশীদারিত্বের পুরো বিষয়টি নিয়ে তারা আলোচনা করেন।’ খবর বার্তা সংস্থা তাস-এর।
তিনি বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। তারা এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থিতিশীল প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।’
রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, এই দুই নেতার মধ্যে অক্টোবর মাসের গোড়ার দিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপের ব্যপারেও আলোচনা হয়।
এ সময় বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতার কৌশলগত বিষয়গুলোও উঠে আসে। এছাড়াও আলোচনায় জ্বালানী খাতের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। যদিও তারা উল্লেখ করেন যে, ২০১৭ সালে ভারতে তেল রপ্তানীর পরিমান প্রায় ১০ গুণ বেড়েছে।