বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে হাবিবুন নাহার আওয়ামী লীগের প্রার্থী

866

ঢাকা, ২১ মে, ২০১৮ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট-৩ আসনের (রামপাল-মংলা) উপনির্বাচনে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে। আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় মনোনয়ন বোর্ড সর্বসম্মতভাবে হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে।
সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ১০ এপ্রিল সংসদ থেকে পদত্যাগের পর বাগেরহাট-৩ আসন শূন্য হয়।
নির্বাচন কমিশন আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১৬ মে তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ২৪ মে, যাচাই-বাছাই ২৭ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ৩ জুন।
কোনো আসন শূন্য হলে সেখানে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।