বাসস ক্রীড়া-৭ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট লীগ

326

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ফিজিক্যাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট লীগ
ঢাকা, ২৬ নভেম্বর ২০১৮ (বাসস): বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি)-এর উদ্যেগে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘আইডিএলসি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট লীগ ২০১৮’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে আজ প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এবং পৃষ্টপোষক আইডিএলসির গ্রুপ প্রধান জানে আলম রোমেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএপিসি’র সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসোসিয়েশনের সহ-সভাপতি আশফাক কবির ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
দেশের চারটি বিভাগীয় দল নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। বিভাগ গুলোÑ হচ্ছে ঢাকা, সিলেট, রাজশাহী ও খুলনা। দলগুলো লীগ পদ্ধতিতে পরস্পরের মোকাবেলা করবে। শীর্ষ পয়েন্টধারী দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাসস/সবি/এমএইচসি/১৯৩০/মোজা/স্বব