বাসস দেশ-২১ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে বেতন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ

333

বাসস দেশ-২১
অনলাইন বেতন-প্রশিক্ষণ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে বেতন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সেলফ ড্রয়িং কর্মকর্তাদের অংশগ্রহণে ‘অনলাইনে বেতন দাখিলকরণ’ বিষয়ক এক প্রশিক্ষণ আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন অর্থ মন্ত্রণালয়ের ‘সরকারি ব্যয়ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি’ এর উপপ্রকল্প পরিচালক শাহেদ হাসান।
এর মাধ্যমে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (ওইঅঝ++) সফটওয়্যার ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশন সম্পন্নপূর্বক সেলফ ড্রয়িং কর্মকর্তাবৃন্দ অনলাইনে বেতন দাখিল করতে পারবেন।
বাসস/তবি/এসই/১৯৩০/এএএ