বাসস ক্রীড়া-৬ : কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভূক্তি চায় আইসিসি

326

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-কমনওয়েলস গেমস
কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভূক্তি চায় আইসিসি
দুবাই, ২৬ নভেম্বর ২০১৮ (বাসস) : ২০২২ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভূক্তির আবেদন জানিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় এ গেমসে টি-২০ ভার্সনে নারী ক্রিকেট অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে।
এ ব্যাপারে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ‘কমনওয়েলথ গেমসে ক্রিকেটে অনুপ্রাণিত হয়ে নারীরা আরও বেশি সংখ্যায় উঠে আসবে, এটিই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেট ও কমনওয়েলথের সাথে ভালো একটি জুটি তৈরি করতে হবে। কারণ নারী ক্রিকেটের অগ্রগতি, সাম্যতা ও ক্রীড়া ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারে এই কমনওয়েলথ গেমস।’
১৯৯৮ সালে সর্বশেষ কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্ট ছিলো। ঐ আসরে শুধুমাত্র ছেলেদের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। ৫০ ওভারের সেই আসরে স্বর্ণ পদক জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।
বাসস/এএমটি/১৯১৫/মোজা/স্বব