ঢাবি উপাচার্যের সঙ্গে হুয়াওয়ে কোম্পানি প্রেসিডেন্টের সাক্ষাৎ

283

ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রেসিডেন্ট ইয়াং গুও বিং আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর এবং কোম্পানির পরিচালক (বিক্রয়) সাইদুল হাসান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের কারিগরি সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রেসিডেন্ট ঢাবির বিভিন্ন গবেষণাগার উন্নয়নে অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এ সময় ঢাবিতে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।