মেক্সিকো থেকে আসা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সীমান্ত সাময়িক বন্ধ

755

তাইজুয়ানা (মেক্সিকো), ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন কর্মকর্তারা রোববার মেক্সিকোর সাথে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয়। মেক্সিকোর তাইজুয়ানা নগরী থেকে শত শত শরণার্থী মার্কিন সীমান্তে ভিড় করায় এ পদক্ষেপ নেয়া হয়।
দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব শরণার্থীর নিন্দা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকির মাত্র তিন দিন পর এ ঘটনা ঘটল।
ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোর কর্মকর্তারা জানান, তারা সাময়িকভাবে সান ইসিদ্রো সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছেন।
এটি দুদেশের মধ্যে ব্যস্ততম সীমান্ত রুট। এই রুট দিয়ে যানবাহন ও মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
নির্দেশটি কয়েকঘন্টা পর তুলে নেয়া হয়।
মধ্য আমেরিকার বিভিন্ন দেশের কয়েক হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় তাইজুয়ানায় এসেছে।