পাকিস্তানে ব্লাশফেমি বিক্ষোভের হোতাকে আটক

416

ইসলামাবাদ, ২৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : পাকিস্তানের পুলিশ শুক্রবার রাতে একজন কট্টরপন্থী আলেমকে আটক করেছে। তার দল সম্প্রতি ব্লাশফেমির অভিযোগে অভিযুক্ত খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে তার অভিযোগ থেকে বেকসুর খালাশ করার প্রতিবাদে সহিংস বিক্ষোভ করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইটারে বলেন, তেহরিক-এ-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের নেতা আলেম খাদিম হুসেন রিজভিকে গ্রেফতার করা হয়। শনিবার ইসলামাবাদে পূর্ব নির্ধারিত একটি সমাবেশে তার যোগ দেয়ার কথা ছিল।
ফাওয়াদ টুইটারে আরো বলেন, ‘খাদিম হোসেন রিজভিকে পুলিশ সুরক্ষিত হাজতে রাখার পর তাকে একটি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়েছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই ঘটনার সঙ্গে আসিয়া বিবির মামলার রায়ের কোন সম্পর্ক নেই বলে জানান তিনি। ব্লাশফেমির (ধর্ম অবমাননার) অভিযোগে আট বছর আগে আসিয়াকে মৃত্যুদ- দেয়া হয়। গত মাসে পাকিস্তান সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস দেয়।
আদালতের রায়ের পর কট্টরপন্থী সংগঠন টিএলপি’র নেতৃত্বে ব্যাপক সহিংস বিক্ষোভে দেশের একটি বড় অংশ অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা আসিয়া’র মৃত্যুদ-াদেশ কার্যকরের দাবিতে প্রধান প্রধান সড়ক অবরোধ করে।
উদ্ভুত পরিস্থিতিতে সরকার ইসলামপন্থীদের সঙ্গে আসিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে বলে সমঝোতা করে।
আসিয়াকে দেশত্যাগ করতে দেয়া হলে টিএলপি আবার রাস্তায় নামবে বলে অঙ্গীকার করেছে।