২০৪ রানের জবাব দিতে নেমে মহাবিপদে ওয়েস্ট ইন্ডিজ

360

চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০১৮ (বাসস) : চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ২০৪ রানের টার্গেটে খেলতে নেমে মহাবিপদে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবীয়রা।
অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ৮ ও রোস্টন চেজ শুন্য রান করে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের শিকার হন। এছাড়া আরেক ওপেনার কাইরেন পাওয়েল শুন্য ও শাই হোপ ৩ রান করে সাকিব আল হাসানের বলে আউট হন।
এর আগে সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ২০৪ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে মাহমুদুুল্লাহ রিয়াদ ৩১, মুশফিকুর রহিম ১৯, মেহেদি হাসান মিরাজ ১৮, মোহাম্মদ মিথুন ১৭, মোমিনুল হক ১২, সৌম্য সরকার ১১, নাইম হাসান ৫, ইমরুল কায়েস-মুস্তাফিজুর রহমান অপরাজিত ২, অধিনায়ক সাকিব আল হাসান-তাইজুল ইসলাম ১ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু ৪টি, রোস্টন চেজ ৩টি, জোমেল ওয়ারিকান ২টি ও শানন গ্যাব্রিয়েল ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩২৪ ও ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ রান করে।