বাসস দেশ-১৩ : ফিজিতে এটুআই সার্ভিস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন

594

বাসস দেশ-১৩
এটুআই-ফিজি
ফিজিতে এটুআই সার্ভিস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন
ঢাকা, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজিতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের লক্ষ্যে ২১ নভেম্বর বাংলাদেশের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম নির্মিত স্টার্ট টু ফিনিশ (এস২এফ) নামে একটি সার্ভিস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এটুআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ইউএনডিপি বাংলাদেশ ও ইউএনডিপি ফিজি’র সহযোগিতায় ফিজির নোভায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সার্ভিস ট্র্যাকার উদ্বোধন করা হয়।
ফিজির নারী, শিশু ও দারিদ্র্য বিমোচন বিষয়ক স্থায়ী সেক্রেটারি ড. জোসেফ করোয়ভুয়েটা ট্র্যাকার সার্ভিসের উদ্বোধন করেন। তিনি এই সিস্টেম তৈরি করতে ভূমিকা রাখার জন্য এটুআই ও ইউএনডিপি বাংলাদেশকে ধন্যবাদ জানান।
ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদ্বীপ্ত মুখার্জি এক ভিডিও বার্তায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকারী সকলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএনডিপি ফিজি’র কর্মকর্তা আঁদ্রে হ্যারিংটন, এটুআই প্রধান স্ট্রাটেজিস্ট (ই-গভর্নেন্স) মো. ফরহাদ জাহিদ শেখ, এটুআই স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ মো. পারভেজ হাসান এবং সফটবিডি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বাসস/এসএসএস/অমি/১৯৪৫/এইচএন