১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং-এ মুশফিক

447

দুবাই, ২০ নভেম্বর, ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২১৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নান্দনিক ডাবল-সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৩২ রেটিং নিয়ে বর্তমানে ১৮তম স্থানে জায়গা করে নেন মুশি। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।
মুশফিকের মত র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। তাইজুলের চেয়ে বেশি এগিয়েছেন মিরাজ। তাইজুল তিন ধাপ এগোতে পারলেও মিরাজ এগিয়েছেন সাত ধাপ। তবে দু’জনের অবস্থান প্রায় কাছাকাছি। ৫৯৫ রেটিং নিয়ে তাইজুল ২৭ ও ৫৮০ রেটিং নিয়ে মিরাজ ২৮তম স্থানে রয়েছেন।
টেস্ট র‌্যাকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন ভারতের বিরাট কোহলি। তার রেটিং ৯৩৫। ৮৮৩ রেটিং নিয়ে বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। আর অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৪০৪ রেটিং সংগ্রহে আছে সাকিবের।