বাজিস-৫ : জয়পুরহাটে সক্ষম দম্পতি ২ লাখ ১০ হাজার ৪৬৮ জন

143

বাজিস-৫
জয়পুরহাট- সক্ষম -দম্পতি
জয়পুরহাটে সক্ষম দম্পতি ২ লাখ ১০ হাজার ৪৬৮ জন
জয়পুরহাট, ২০ নভেম্বর, ২০১৮( বাসস )ঃ সন্তান জন্মদান কালে মায়ের মুত্যু কাম্য নয়, সে কারণে মাতৃস্বাস্থের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস করার লক্ষ্য নিয়ে আগামী ২৪-২৯ নভেম্বর পালিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষ্যে আয়োজিত এক এ্যাডভোকেসি সভায় জানানো হয় জেলায় বর্তমানে সক্ষম দম্পতির সংখ্যা ২ লাখ ১০ হাজার ৪৬৮ জন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সরদার রাশেদ মোবারক, মেডিক্যাল অফিসার ডা: উম্মে কুলসুম, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ভাদসা ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারারোখ প্রমুখ।
আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর এই সেবা সপ্তাহ পালন করা হবে। এ্যাডভোকেসি সভায় জানানো হয়, বর্তমানে জুন’১৮ পর্যন্ত জেলায় সক্ষম দম্পতির সংখ্যা ২ লাখ ১০ হাজার ৬৮ জন। এরমধ্যে পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা হচ্ছে এক লাখ ৭৮ হাজার ১৪৮ জন। জেলায় জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার দশমিক ৭০ ভাগ। যেখানে জাতীয় পর্যায়ে হচ্ছে শতকরা ১ দশমিক ৩৭ ভাগ। পরিবার পরিকল্পনা সেবার ক্ষেত্রে জয়পুরহাট জেলা দেশের মধ্যে শ্রেষ্ঠ স্থানে রয়েছে বলে সভায় জানানো হয়। সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরকল্পনা পদ্ধতি নিশ্চিত করি।
বাসস/সংবাদদাতা/মরপা