বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ দেশের জন্য যুগান্তকারী এক অর্জন : পল্টু

670

ঢাকা, ১৯ মে, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ দেশের জন্য যুগান্তকারী এক অর্জন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বলিষ্ঠ নেতৃত্বের জন্যই দেশের বিশাল এ অর্জন সম্ভব হয়েছে।
মোজাফফর হোসেন পল্টু আজ সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন মোল্লা, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূইয়া।
সভায় অপরাধ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় কয়েক জন পুলিশ কর্মকর্তাকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।