এমআইএসটি’তে সেমিনার অনুষ্ঠিত

513

ঢাকা, ২০ নভেম্বর, ২০১৮(বাসস) : মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) সোমবার ‘ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
স্বাগত বক্তৃতা করেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের।
অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট প্লাটফর্ম টিমের আমাজন ওয়েব সার্ভিসের সিনিয়র সল্যুশান আর্কিটেকট আখতার হোসাইন।
আইএসপিআর সূত্র জানায়, এমআইএসটি ১৯৯৯ সাল থেকে যাত্রা শুরু করে। শক্তিশালী একাডেমিক পটভূমি তৈরি করে সুশৃঙ্খল, বিজ্ঞান এবং টেকনোলজিতে দূরদর্শী নেতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য যাতে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে পারেন। একাডেমিক পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন সময় এমআইএসটি সহ-পাঠ্যক্রম ও বহির্মুখী কার্যক্রম, যেমন বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সেমিনার, শর্ট কোর্স এবং কর্মশালার আয়োজন করে থাকে এমআইএসটি।