বিজিবি মহাপরিচালকের চরচিলমারী, উদয়নগর ও বাজিতপুর সীমান্ত পরিদর্শন

671

ঢাকা, ১৯ নভেম্বর ২০১৮ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম আজ কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে দুর্গম চরাঞ্চল চরচিলমারী ও উদয়নগর বিওপি এবং মেহেরপুরের সীমান্তে বাজিতপুর বিওপি পরিদর্শন করেছেন।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞািপ্ততে আজ এ কথা জানানো হয়।
বিওপি পরিদর্শনকালে বিজিবি প্রধান সেখানে কর্মরত বিজিবি সদস্যদের খোঁজখবর নেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি পার্শ্ববর্তী উদয়নগর বিওপি এবং মেহেরপুরের বাজিতপুর বিওপি পরিদর্শন করেন। সেখানেও তিনি দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কথা বলেন এবং অনুরূপ নির্দেশনা প্রদান করেন।
রাতে বিজিবি মহাপরিচালক খুলনার বিভাগীয় কমিশনার এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল রাশিদুল আলম এবং বিজিবি’র কর্মকর্তাগণ এ সময় মহাপরিচালকের সাথে ছিলেন।