সবচেয়ে কম রানে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

405

আবুধাবি, ১৯ নভেম্বর ২০১৮ (বাসস) : পাকিস্তানকে ৪ রানে হারিয়ে আবু ধাবি টেস্টে নাটকীয় জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। ফলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের রেকর্ড গড়লো কিউইরা। আর এই ৪ রানের জয় টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে পঞ্চমস্থানে জায়গা করে নিলো। ১ থেকে ৩ রানের জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (দু’বার) ও অস্ট্রেলিয়ার। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে জিতেছিলো ক্যারিবীয়রা।
এ ম্যাচের আগে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয় ছিলো ৭ রানে। ২০১১ সালে হোর্বাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো কিউইরা।
সবচেয়ে কম রানে টেস্ট ক্রিকেটে শীর্ষ পাঁচটি জয় :

রানের ব্যবধান     জয়ী দল                      প্রতিপক্ষ                 ভেন্যু                      সাল

১                         ওয়েস্ট ইন্ডিজ        অস্ট্রেলিয়া              অ্যাডিলেড             ১৯৯৩

২                              ইংল্যান্ড              অস্ট্রেলিয়া              বার্মিংহাম               ২০০৫

৩                            অস্ট্রেলিয়া              ইংল্যান্ড                  ম্যানচেষ্টার            ১৯০২

৩                            ইংল্যান্ড                 অস্ট্রেলিয়া              মেলবোর্ন                ১৯৮২

৪                             নিউজিল্যান্ড          অস্ট্রেলিয়া              আবু ধাবি               ২০১৮