বাসস দেশ-১২ : রাজধানীতে ডিএমপি’র ট্রাফিক অভিযানে ৩২লাখ ১৬হাজার টাকা জরিমানা ॥ ৪ হাজার ৬০ মামলা

132

বাসস দেশ-১২
অভিযান-জরিমানা
রাজধানীতে ডিএমপি’র ট্রাফিক অভিযানে ৩২লাখ ১৬হাজার টাকা জরিমানা ॥ ৪ হাজার ৬০ মামলা
ঢাকা, ১৯ নভেম্বর, ২০১৮ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
এসময় ৪ হাজার ৬০টি মামলা করা হয়। এই অভিযানে ৪৬টি গাড়ি ডাম্পিং ও ৮১৪টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৭৩টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ২০৮টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০১টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়।
রোববার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেছে।
বাসস/সবি/এমএমবি/১৭৫৫/এএএ