বরগুনায় বাঁধের উন্নয়নে ৩শ’ ১৬ কোটি টাকার কাজ চলছে

314

বরগুনা, ১৯ মে, ২০১৮ (বাসস) : সদর ও পাথরঘাটা উপজেলায় ৩শ’ ১৬ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি)’র কাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংকের সহযোগিতায় এক বছর ধরে সিইআইপির প্রথম পর্যায়ের ২ নম্বর প্যাকেজের কাজ চলছে। প্রায় ৮৪ কিলোমিটার বেড়িবাঁধ ও অবকাঠামো নির্মাণ এবং নদীতীর ও বাঁধের ঢাল রক্ষা কাজে ৩১৬ কোটি টাকা বরাদ্দ। দরপত্র যাচাই-বাছাই শেষে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো সর্বনিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ পায়। ২০১৭ সালের মাঝামাঝি ১০-১৫ জন চায়নিজ কারিগরি কর্মীর পরিচালনায় সদর উপজেলার ৪১/১ নম্বর পোল্ডারে ৪৮ কিলোমিটার এবং পাথরঘাটা উপজেলায় ৪০/২ নম্বর পোল্ডারে কাজ শুরু হয়।
সিইআইপি প্রকল্পের পরিচালক (পিডি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ‘বিশ্বব্যাংকের প্রকল্পের ক্ষেত্রে পরামর্শকরা (কনসালট্যান্ট) প্রধান। ঢাকা থেকেই এ কাজটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাজের গুণগত মান সম্পর্কে নজরদারি রয়েছে।’