বাজিস-৫ : নড়াইলে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

585

বাজিস-৫
নড়াইল-কর্মশালা
নড়াইলে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল, ১৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দিনব্যাপী শিক্ষকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে ছোট নাটক প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে শিক্ষকদের মতামত নেওয়া হয়।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সদন বিতরণ করা হয়।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদাতা/১৯১০/মরপা