বাসস দেশ-১৯ : ভারতীয় মেডিকেলে ভর্তির জাতীয় যোগ্যতা যাচাই পরীক্ষা মে মাসে

293

বাসস দেশ-১৯
ভারতীয় মেডিকেল- জাতীয় যোগ্যতা
ভারতীয় মেডিকেলে ভর্তির জাতীয় যোগ্যতা যাচাই পরীক্ষা মে মাসে
ঢাকা, ১৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : ভারতীয় মেডিকেল বা ডেন্টাল কাউন্সিল অনুমোদিত মেডিকেল,ডেন্টাল কলেজসমূহে এমবিবিএস, বিডিএস কোর্সে ভর্তির জাতীয় যোগ্যতা যাচাই তথা প্রবেশিকা পরীক্ষা (স্নাতক)-২০১৯ {এনইইটি(ইউজি)-২০১৯} আগামী বছরের ৫ মে অনুষ্ঠিত হবে।
আজ ভারতীয় হাই কমিশন ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জনানো হয় ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্বলিত বুলেটিন www.ntaneet.nic.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেয়া যাবে।
বিস্তারিত জানতে ০০৯১-৮০৭৬৫৩৫৪৮২ ও ০০৯১-৭৭০৩৮৫৯৯০৯ অথবা [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাসস/সবি/এমআর/১৮৪০/কেজিএ