রাশিয়ায় ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ হাজার

237

মস্কো, ১৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : রাশিয়ায় ২০১৮ সালের এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় ১৫ হাজার লোক নিহত হয়েছে।
রাশিয়ার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ফর ট্রাফিক সেফটি বার্তা সংস্থা তাসকে একথা জানিয়েছে।
রোববার ১৮ নভেম্বর সড়ক পথে দুর্ঘটনায় নিহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস।
সূত্রটি জানায়, ‘বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে ১৩৬ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৪ হাজার ৮শ লোক নিহত ও ১৭৪ হাজারের বেশি লোক আহত হয়েছে।’
সূত্রটি আরো জানায়, ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১৯ হাজারের ওপর।
এদিকে রাশিয়ার জেনারেল এডমিনিস্টেশন ফর ট্রাফিক সেফটির প্রধান মিখাইল চেরনিকোভ জানান, দুর্ঘটনার প্রধান কারণ মানুষের ভুল ও বেপরোয়া আচরণ।
তিনি আরো বলেন, ‘প্রচেষ্টা সত্তে¦ও অধিকাংশ সড়ক দুর্ঘটনা মানুষের ভুলের কারণেই ঘটে। অতিআত্মবিশ্বাসী, নিজের শক্তি সামর্থ্যের ওপর অতিরিক্ত ভরসা ও ভাগ্যের ওপর নির্ভর করে মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো ও দ্রুতগতিতে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ।’
তিনি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘শুধুমাত্র যৌথ প্রচেষ্টার মাধ্যমেই আমরা সড়ক দুর্ঘটনার কবল থেকে লাখো মানুষের জীবন রক্ষা করতে পারি।’
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬০/৫ প্রস্তাবনা অনুয়ায়ী প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রোববার সড়ক পথে দুর্ঘটনায় নিহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস পালিত হয়।
এই দিনে অনেক দেশ স্মরণসভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে।