বাসস দেশ-২৯ : বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে ডিআরইউ’র শোক

547

বাসস দেশ-২৯
শাহরিয়ার শহীদ-ইন্তেকাল-শোক
বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে ডিআরইউ’র শোক
ঢাকা, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ-এর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ আজ শনিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম শাহরিয়ার শহীদ ডিআরইউ’র প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য, ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার শহীদ আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন।তিনি গত ১৪ নভেম্বর বুধবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের ছেলে।
শাহরিয়ার শহীদ মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।তিনি অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।
কর্মজীবনে একসময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন।
আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম শাহরিয়ার শহীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ যোহর জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে মরদেহ নরসিংদী জেলার পলাশ উপজেলার নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
বাসস/সবি/এফএইচ/২১২৫/আরজি