ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ৫ সৈন্য নিহত

280

ম্যানিলা, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুতে আবু সায়াফের জঙ্গিদের সাথে সৈন্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচ সৈন্য নিহত ও আরো ২৩ জন আহত হয়েছে। শনিবার সামরিক বাহিনীর মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
দেশটির সামরিক বাহিনীর ওয়েস্টার্ন মিন্দানাও কমান্ড লে: কর্নেল গেরি বেসানা জানান, সুলু প্রদেশের উপকূলীয় পাতিকুল শহরে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪ টার দিকে আবু সায়াফ জঙ্গিদের সাথে ব্যাপক বন্দুকযুদ্ধ বেঁধে যায়।
বেসানা জানান, পাতিকুল উপকণ্ঠের একটি গ্রামে প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।