জার্মানি পর্যন্ত রাশিয়ার পাইপলাইন ঠেকাতে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

288

ওয়াশিংটন, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত মস্কোর পরিকল্পিত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন ঠেকাতে শুক্রবার ইউক্রেনকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিশাল এই প্রকল্প ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেবে। খবর এএফপি’র।
পম্পেও বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের’ বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল বন্ধু আর কেউ নেই। ওয়াশিংটনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
ক্লিমকিনের পাশে দাঁড়িয়ে পম্পেও সাংবাদিকদের বলেন, ‘নর্ড স্ট্রিম ২ প্রকল্পের কাজ বন্ধে আমাদের একত্রে কাজ করে যেতে হবে। কারণ মস্কোর এই প্রকল্প ইউক্রেনের আর্থিক খাত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেবে। এতে ইউরোপের গ্যাসের ওপর নির্ভর করা ইউরোপের দেশগুলোর সার্বভৌমত্বও ঝুঁকির মুখে পড়তে পারে।’
পম্পেও বলেন, ‘আমরা আমাদের ইউরোপীয় বন্ধু দেশগুলোকে রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক হস্তক্ষেপের মুখে পড়তে দিতে চাই না। যেটি তারা ইউক্রেনে চালিয়েছে।’
এই পাইপলাইনের লক্ষ্য হচ্ছে ২০১৯ সালের শেষ নাগাদ বিদ্যমান নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের সক্ষমতা দ্বিগুণ করা।