ঘূর্ণিঝড় গাজা তামিলনাড়ুতে আঘাত হানার পরে দুর্বল হয়ে কেরালার দিকে সরে গেছে

355

ঢাকা, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঘূর্ণিঝড় ‘গাজা’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে সরে গিয়ে ও দুর্বল হয়ে কেরালা ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তামিলনাড়– এবং তৎসংলগ্ন এলাকায় আঘাত হানার পরে ঘূর্ণিঝড় গাজা সামান্য পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে এবং একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।