বাসস বিদেশ-২ : পরিবেশ সংস্থার প্রধান হিসেবে সাবেক কয়লা লবিস্টকে মনোনয়নে আগ্রহী ট্রাম্প

180

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-রাজনীতি-পরিবেশ
পরিবেশ সংস্থার প্রধান হিসেবে সাবেক কয়লা লবিস্টকে মনোনয়নে আগ্রহী ট্রাম্প
ওয়াশিংটন, ১৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে সাবেক এক কয়লা ও জ্বালানি লবিস্টকে মনোনয়ন দেয়ার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
গত জুলাই মাসে স্কট প্রুইট পদত্যাগ করার পর থেকে অ্যান্ড্রিউ হুইলার ইপিএ’র ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রুইটের দাপ্তরিক ব্যয় ও আচরণ নিয়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেন।
হোয়াইট হাউসে পদক প্রধান অনুষ্ঠানে এক অনানুষ্ঠানিক মুহূর্তে ট্রাম্প হুইলারের কাজের প্রশংসা করে বলেন, আপনি ইপিএ’র স্থায়ী প্রধান হতে যাচ্ছেন।
কেবিনেট পদের এ ধরনের নিয়োগের জন্য এখন সিনেটের অনুমোদন প্রয়োজন। রিপাবলিকানের নিয়ন্ত্রণে থাকা এ চেম্বারে তার চূড়ান্ত নিয়োগের অনুমোদনে কোন সমস্যা হবে না বলে ধারণা করা হচ্ছে।
বাসস/এমএজেড/১০৫৫/জুনা