বাসস বিদেশ-৬ : ভারতের পূর্ব উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাত

154

বাসস বিদেশ-৬
ভারত-আবহাওয়া-ঘূর্ণিঝড়
ভারতের পূর্ব উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাত
চেন্নাই (ভারত), ১৬ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পূর্ব উপকূল অঞ্চলে শুক্রবার শক্তিশালী ঘূর্ণিঝড় গজা আঘাত হেনেছে। এতে অনেক গাছপালা উপড়ে গেছে ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ ঝড়ের কবল থেকে জীবন বাঁচাতে হাজার হাজার লোক নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র।
ভারতের আবহাওয়া কর্মকর্তা জানান, তামিল নাড়– রাজ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে। শুক্রবার নাগাপাত্তিনামের কাছের উপকূলে আঘাত হানা এ ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে ভারতে দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যের ছয়টি জেলার ৮০ হাজারের বেশি বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ ঝড়টি আরব সাগরে চলে যাওয়ার আগে এটি পশ্চিমদিকে অগ্রসর হওয়ার এবং তা ক্রমেই দুর্বল হয়ে পড়ার আভাস দিয়েছে।
এদিকে সেখানে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ভূমিধসের হুমকি দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং রাস্তার ওপর ভেঙ্গে পাড়া গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলতে দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠিয়েছে।
বাসস/এমএজেড/১৫১৫/এমএবি