দেশের বিভিন্ন স্থানে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

364

ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আয়কর মেলা ২০১৮-’১৯। এ উপলক্ষে বাসস’র সংবাদদাতাদের পাঠানো কয়েকটি প্রতিবেদন:
মাগুরা : মাগুরায় আজ বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থগার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর। অতিরিক্ত খুলনা অঞ্চলে অতিরিক্ত কর কমিশনার খালেদ শরিফ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সর্বোচ্চ করদাতা মকবুল হাসান মাকুল।
১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১০টি স্টলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর বিষয়ক বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হবে।
হবিগঞ্জ : ২০১৮-১৯ অর্থ বছরে হবিগঞ্জে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪ কোটি ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় হবিগঞ্জ উপ কর কমিশনারের কার্যালয়ের উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
হবিগঞ্জের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি নলীনি কান্ত রায় নিরু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান শামীম, মর্তুজা হাসান প্রমুখ।
নড়াইল : ‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ এ সেøাগানকে সামনে নিয়ে নড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এর আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
আপীলত যুগ্ম কর কমিশনার, আপীল রেঞ্জ-২, ৩, ৪ কর অঞ্চল-খুলনার মোঃ মুহিতুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান, আয়কর আইনজীবি সমিতির সভাপতি শরীফ হুমায়ুন কবীর, কর বাহাদুর পরিবার, সার্কেল-১৫ আলহাজ্জ্ব মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারি কর কমিশনার সার্কেল-১৫ নড়াইল মোঃ আমিনুল হক, কর পরিদর্শক সমীরণ সিকদার প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
এ মেলায় মোট ১০টি স্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় টিন রেজিষ্ট্রেশন/রি-রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিন সনদ প্রদান, নাম্বার খোলা, রির্টান দাখিল,ব্যাংক বুথে আয়কর প্রদানসহ আয়কর বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।
শেরপুর : ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন, আয় করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকায় সোনালী ব্যাংক চত্বরে আয়কর মেলা শেরপুর-১০ সার্কেলের সহকারী কর কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা ফিতা কেটে ও শ্বেত কপোত উড়িয়ে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এসময় আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. মাসুদ, আয়কর শেরপুর ১৫ সার্কেলের সহকারী কর কমিশনার মো. শামীম আহম্মেদ, সিনিয়র আয়কর উপদেষ্টা মো. সেরাজুল করিম পনির, শেরপুর জেলার ৬ষ্ঠ বারের মত সর্বোচ্চ করদাতা ও জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান।
আয়কর মেলা প্রাঙ্গণে আয়কর দাতাদের সুবিধার্থে আয়কর বিবরণী ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথের সুবিধা রাখা হয়েছে। এছাড়াও কোন আয়কর দাতা অনলাইনে করের টাকা পরিশোধ এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও তাদের কর দিতে পারবেন বলে মেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশবার্তা বিডি ডট কমকে জানিয়েছেন।
শরীয়তপুর : ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর কমিশনার কর অঞ্চল-৭ এর আওতায় শরীয়তপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়। কর অঞ্চল-৭ ঢাকা এর আয়োজনে অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মো. সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান। কর মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার শতাধিক করদাতা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
সিলেট : মঙ্গলবার থেকে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। প্রথম দিনে ২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা কর আদায় হয়। সেবা গ্রহণ করেন ৯৮১ জন করদাতা। নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৪০ জন। সিলেট বিভাগীয় আয়কর মেলায় ৩ দিনে ১৬ কোটি ৩০ লাখ ৩ হাজার ৮৮৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে ১০ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা আদায় হয়েছে।
সিলেটে আজ সেবা নিয়েছেন ৩ হাজার ৪০১ জন, রিটার্ন দাখিল করেছেন ৯৮৮ জন। সুনামগঞ্জে সেবা নিয়েছেন ১ হাজার ৮১ জন এবং রিটার্ন জমা দিয়েছেন ২৮৩ জন। এর আগে বুধবার সিলেটে দ্বিতীয় দিনের মেলায় সেবা নিয়েছেন ১ হাজার ৮৩০ জন করদাতা, রিটার্ন জমা দেন ৯৯৬ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ৮৩ জন।
আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত মেলায় সেবা পাওয়া যাচ্ছে।