বাসস দেশ-২০ : জাতীয় পার্টির ২৮৬৫ জনের মনোনয়ন ফরম বিক্রি

309

বাসস দেশ-২০
জাপা-মনোনয়ন
জাতীয় পার্টির ২৮৬৫ জনের মনোনয়ন ফরম বিক্রি
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির ২ হাজার ৮শ’ ৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম বিক্রির আজ পঞ্চম দিনে এ পর্যন্ত ৪৪৭ জন পার্টির নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সাবেক এমপি নওয়াব আলী খান আব্বাস ও মাইটিভি’র চেয়ারম্যান নাছির উদ্দিন সাথীও রয়েছেন।
এদিকে আজ লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ চৌধুরীকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিএনপি অফিসের সামনে যারা বিশৃংখলা সৃষ্টি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশের দাবিও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন বানচাল করতে এবং নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
পার্টির বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজো কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, বিএনএ’ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএ মূখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বিএনএ প্রধান সনম্বকারী মোঃ আখতার হোসাইন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন উপস্থিত ছিলেন।
আজ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, আবুল কাশেম, এডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙা এমপি, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাসস/সবি/এমএআর/১৯২০/অমি