বাসস দেশ-১৮ : আলোকচিত্রী শহিদুল আলমের জামিন

344

বাসস দেশ-১৮
হাইকোর্ট-আদেশ
আলোকচিত্রী শহিদুল আলমের জামিন
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারাহ হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
জামিনের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, শহিদুল আলমকে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে তাকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। এখন তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
নিরাপদ সড়ক বিষয়ে স্কুল ছাত্রদের আন্দোলনের সময় ৫ আগস্ট আলোকচিত্রী শহিদুল আলমকে বাসা থেকে আটক করা হয়। ওই আন্দোলনে ‘উস্কানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
বাসস/এএসজি/ডিএ/১৭২০/-আরজি