বাসস দেশ-১৬ : বিএনপি কার্যালয়ের সামনে ধংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

333

বাসস দেশ-১৬
ওয়ার্কার্স পার্টি- নিন্দা
বিএনপি কার্যালয়ের সামনে ধংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের উপর আক্রমণ, গাড়ি পোড়ানো ও ধংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
আজ এক বিবৃতিতে তারা বলেন, ‘এটা বিএনপির সেই পুরনো অগ্নিসন্ত্রাসেরই আরেক রূপ জনগণের সামনে প্রকাশ হয়ে গেলো। এর মধ্যে বোঝা যায় যে বাংলায় একটা প্রবাদ আছে -কয়লা ধুলে না যায় ময়লা।’
বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের আগে তিন মাস ধরে তারা অগ্নিসন্ত্রাস করেছিল এবং একই সঙ্গে মানুষ হত্যায় মেতে উঠেছিল। এটা খুবই স্পষ্ট বুধবার তাদের মানুষ হত্যার পরিকল্পনা ছিলো। হেলমেট পরা, হাতে লাঠি নিয়ে হামলা করা, গাড়ী পোড়ানো এটিই পূর্ব পরিকল্পনার প্রমান দেয়।
ওয়ার্কার্স পার্টি আশা প্রকাশ করে, বিএনপির এখন সেখান থেকে বোধোদয় হবে এবং তাদের এই অগ্নিসন্ত্রাস এবং হত্যা হামলার ঘটনা থেকে বিরত হয়ে নির্বাচনে শান্তিপূর্ণভাবে অংশ নেবে এবং নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা তারা নেবে না। এবারের নির্বাচনে বিএনপি যদি সঠিকভাবে অংশ না নেয় তাহলে তাদের জন্যে এটাই হবে তাদের রাজনীতির শেষ কথা।
বাসস/সবি/্এমএসএইচ/১৮৩০/-জেজেড