বাজিস-১২ : হবিগঞ্জে রোপা আমন কাটা শুরু : লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

170

বাজিস-১২
হবিগঞ্জ-আমন
হবিগঞ্জে রোপা আমন কাটা শুরু : লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন
হবিগঞ্জ, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় আনুষ্ঠানিকভাবে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশাবাদী জেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর মাঠে রোপ আমন কর্তন ও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলী।
নবান্ন উৎসবে বাঙলার ঐতিহ্যবাহী হরেক রকম পিঠা দিয়ে অতিথিবৃন্দকে আপ্যায়ন করেন কৃষাণ কৃষাণীরা। এছাড়া ধানা কর্তন উদ্বোধনের সময় বিভিন্ন ধরণের গান ধরেন কৃষকরা।
এ সময় অন্যান্যের মাঝে নবীগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আতাউল গনি উসমানী, উপ পরিচালক (শস্য) জালাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার তমিজ উদ্দিন সরকার, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মিটু চন্দ্র অধিকারীসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলী জানান, এ বছর রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হাজার ২১০ হেক্টর। চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৮ হাজার ১৪৫ হেক্টর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ১৩ হাজার মেট্রিক টন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভাল হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।
বাসস/সংবাদদাতা/১৭৪৫/মরপা