দলকে কৃতিত্ব দিলেন রিয়াদ

250

ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বড় জয় পাওয়ার জন্য পুরো দলকে কৃতিত্ব দিলেন বাংলাদেশের দায়িত্ব পাওয়া অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেটে প্রথম টেস্টে সফরকারীদের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ও শেষে টেস্ট জিতে সিরিজ ড্র করতে সক্ষম হয় টাইগাররা।
প্রথম ইনিংসে মুশফিকর রহিমের অপরাজিত ২১৯ এবং মোমিনুল হকের ১৬১ রানের সুবাদে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৩০৪ রানে গুটিয়ে গেলে ফলো অনে পড়ে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ফলো অনে না ফেলে নিজেরা ব্যাটিং নেয়ায় অনেকেই সমালোচনায় মুখর ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তবে পঞ্চম দিন দুপুরে বড় ব্যবধানে জয়ী হওয়ায় সমর্থকদের পাশাপাশি স্বস্তিতে খেলোয়াড়রাও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, এ ম্যাচ জয়ে তার অবস্থা স্বস্তি ও আনন্দের মাঝামাঝি জায়গায়। ম্যাচ জয়েরপর আনন্দ করা যায়, তবে প্রথম টেস্টে আমরা প্রত্যাশা মত কিছুই করতে পারিনি। মিস ফিল্ডিংয়ের পাশপাশি কয়েকটি ক্যাচও ড্রপ হয়েছে। আমরা চাচ্ছিলাম ২-০ তে সিরিজ জিততে। সেখানে সিরিজে সমতা। প্রথম টেস্টে বেশকিছু ভুল ছিল। তবে দ্বিতীয় টেস্টে একাদশের বাইরের খেলোয়াড়দেও পাশাপাশি টিম ম্যানেজমেনটর সবাই মিলে নব উদ্যমে শুরু করায় জয় সহজ হয়েছে। যদিও জিততে সময় লেগেছে অনেক বেশী। নিজের সেঞ্চুরি সম্পর্কে তিনি বলেন, শেষ পাচ টেস্টে আমার ভালো স্কোর ছিলনা, এমকি কোন হাফ সেঞ্চুরিও ছিলনা। দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কথা। তবে ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে। তাহলে নিজের ক্যারিয়ারের পাশাপাশি দলের জন্যও সফলতা আসবে।
চতুর্থ দিন সকালে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরা নিরাপদ থাকতে ব্যাট করতে আসার বিষয়ে তিনি বলেন, মিরপুরের উইকেট পঞ্চম দিনে এসেও ভালো আচরণ করছে। আজ শেষ দিন সকালে প্রথম ঘন্টায় কিছুটা টার্ন করলেও, পরে আবার স্বাভাবিক আচরন করেছে। তাই প্রতিপক্ষকে ব্যাটিং না দিয়ে নিজেরা একটা সেশন বেশী ব্যাট করেছেন। অভিষিক ম্যাচে পেসার খালেদের পারফরমেন্স সম্পর্কে রিয়াদ বলেন, সে যেভাবে বোলিং করেছে, ক্যাচ না ফেললে একাধিক উইকেট তার প্রাপ্য ছিল। ভাগ্য দার পক্ষে ছিলনা। দু-একটা উইকেট পেলে তার বল হয়ত আরো ভালো হতে পারত।
আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। প্রসঙ্গক্রমে এ বিষয়েও কথা বলেন রিয়াদ।
ক্যারিবয়দের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে তাদে পেসাররা ভয়ংকর হয়ে উঠবে কিনা, এ প্রশ্নে রিয়াদ জানান বাংলাদেশের ব্যাটসম্যানদের তাদের বিপক্ষে খেলার মত যোগ্যতা আছে। ক্যারিবীয়রা প্রায় দু’মাস ধরে ভারতে। ফলে এ অঞ্চলের আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে পরিচিত হয়েছে। ওয়ান ডে সিরিজে মাশরাফিকে পাবেন বলেও আশাবাদী তিনি।
জিম্বাবুয়ে হ্যামিলটন মাসাকাদজাও দলের পারফরমেন্সের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘দলের ছেলেরা তাদের প্রমাণ করেছে। বিশেষ করে ব্রেন্ডন টেইলর বিশ্বমানের পারফরমেন্স দেখিয়েছেন। মুলত তিনিই দলকে পথ দেখিয়েছেন। পেস বোলাররাও ভাল করেছেন প্রতিবারই নতুন বলেতারা উইকেট পেয়েছেন। তবে সব সময়ই শেখার কিছু থাকে। প্রথম দিনের দ্বিতীয় শেসনেই আমরা পিছিয়ে পড়েছি। তবে পুরো সিরিজেই আমরা ভাল পারফরমেন্স করেছি।’