পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ৬ কর্মী নিহত

206

ইসলামাবাদ, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে বুধবার বয়লার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় চিকিৎসা চলাকালে তারা মারা যায়।
আগুনে মারাত্মকভাবে দগ্ধ আরেক কর্মীকে নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, করাচির লান্ধি মঞ্জিলের কাছে হোন্ডা এটলাসের মালিকানাধীন একটি কারখানায় এ বয়লারের বিস্ফোরণ ঘটে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহকে এ বিস্ফোরণের কথা জানানো হয়েছে। তিনি এর কারণ জানতে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।