বাসস ক্রীড়া-১১ : সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল

170

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ঢাকা টেস্ট
সর্বোচ্চ উইকেটশিকারী তাইজুল
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে আজ শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্বাগতিক দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২ ম্যাচের ৪ ইনিংসে ৩৭০ রানে ১৮ উইকেট শিকার করেন তিনি। এমন পারফরমেন্সর স্বীকৃতি হিসেবে সিরিজ সেরাও হয়েছেন তাইজুল।
সিলেটে সিরিজের প্রথম টেস্টের দু’ইনিংসেই পাঁচ বা ততোধিক উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২ উইকেট।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১৯২ রানে ১১ উইকেট শিকার করেন তিনি। তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের ডান-হাতি পেসার কাইল জার্ভিস। ১৫৫ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট
তাইজুল ইসলাম (বাংলাদেশ) ২ ৪ ১৪৫.৪ ৩৭০ ১৮ ৩ ১
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ৮৪.১ ১৯২ ১১ ১ ০
কাইল জার্ভিস (জিম্বাবুয়ে) ২ ৪ ৬৪.০ ১৫৫ ১০ ১ ০
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ২ ৪ ৫৮.০ ২২৬ ৭ ০ ০
নাজমুল ইসলাম (বাংলাদেশ) ২ ৪ ২৯.০ ৭৬ ৪ ০ ০
বাসস/এএসজি/এএমটি/১৬২০/স্বব