বাসস ক্রীড়া-১০ : সর্বোচ্চ রান মুুশফিকের

167

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ঢাকা টেস্ট
সর্বোচ্চ রান মুুশফিকের
ঢাকা, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ২ ম্যাচের ৪ ইনিংস ব্যাট করে ২৭০ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড়- ৯০। সিরিজে একটি ডাবল-সেঞ্চুরি হাকিয়েছেন মুশফিক। ঢাকা টেস্টে অপরাজিত ২১৯ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। অবশ্য দ্বিতীয় ইনিংসে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। সিলেট টেস্টে দু’ইনিংসে মুশফিকের রান ছিলো যথাক্রমে-৩১ ও ১৩।
সিরিজের দু’টি সেঞ্চুরি হাকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। সর্বমোট ২৪৬ রান করেছেন তিনি। সিলেটের অভিষেক টেস্টে ৬ ও ২৪ রান করেন টেইলর। তবে ঢাকা টেস্টের দু’ইনিংসে ১১০ ও অপরাজিত ১০৬ রান করেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। তৃতীয় স্থানে রয়েছেন ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলা বাংলাদেশের মোমিনুল হক।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ২ ৪ ২৭০ ২১৯* ৯০.০০ ১ ০
ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে) ২ ৪ ২৪৬ ১১০ ৮২.০০ ২ ০
মোমিনুল হক (বাংলাদেশ) ২ ৪ ১৮২ ১৬১ ৪৫.৫০ ১ ০
পিটার মুর (জিম্বাবুয়ে) ২ ৪ ১৫৯ ৮৩ ৫৩.০০ ০ ২
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ৪ ১৫৩ ১০১* ৫১.০০ ১ ০
বাসস/এএসজি/এএমটি/১৬১৫/স্বব