জয়পুরহাটে ব্রি ধান-৮৭ চাষ করে সফলতা অর্জন

546

জয়পুরহাট, ১৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : সম্ভাবনাময় রোপা আমন জাতের ব্রি ধান-৮৭ পরীক্ষামূলক ভাবে চাষ করে সফলতা পেয়েছেন সদর উপজেলার চকদাদড়া গ্রামের কৃষক সবুজ হোসেন। বৃহষ্পতিবার সকালে কৃষকের জমিতে ব্রি ধান-৮৭ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় কৃষি বিভাগ সূত্র বাসস’কে জানায়, ব্রি থেকে উদ্ভাবিত নতুন জাতের ধান বীজ-৮৭ সম্প্রসারণে সহায়তা হিসেবে কৃষক সবুজ হোসেনকে এক কেজি বীজ দেওয়া হয়। ২২ দিন বয়সী চারা রোপন করে তা ১০০ দিনের মাথায় বৃহষ্পতিবার ধান কর্তন সম্পন্ন করা হয়। এতে দেখা যায় বিঘা প্রতি ধানের (শুকনা) ফলন হয়েছে প্রায় ২০ মণ। চালের হিসেব অনুযায়ী প্রতি হেক্টরে ৩ দশমিক ৮৯ মেট্রিক টন চাল গড় ফলন হয়েছে বলে জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম। ধানের আর্দ্রতা শতকরা ২৩ দশমিক ২ ভাগ, ধান গাছের উচ্চতা-১২০ সেন্টিমিটার এবং একেকটি শীষে গড় কুশীর সংখ্যা-১৪ টি বলেও জানান তিনি। বন্যা সহিষ্ণু নতুন জাতের রোপা আমনের জাত হিসেবে পরীক্ষামূলক ভাবে চাষ করা ব্রি ধান-৮৭ ফলন দেখে এলাকার অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান, কৃষক সবুজ হোসেন।