নির্বাচন পেছানোর সুযোগ নেই : ইসি সচিব

665

ঢাকা, ১৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন পেছানোর আর সুযোগ নেই। তারপরেও কমিশন বসে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পরে জানানো হবে।
তিনি আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ পেছানোর কথা বলেছেন। নির্বাচন কমিশন বলেছেন, জানুয়ারিতে অনেক বিষয় আছে। রিইলেকশন করতে গেজেটের ব্যাপার আছে, বিশ্ব ইজতেমার ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে জানুয়ারিতে করা হলে নির্বাচনটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। বিষয়টি নিয়ে কমিশন বসে পরীক্ষা নিরীক্ষা করে জানাবে।’
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং অনুকূলে রয়েছে উল্লেখ করে সচিব বলেন, নয়াপল্টনের আজকের ঘটনাটি দুঃখজনক। আসলেই সেখানে বিষয়টা কি হয়েছে তা খতিয়ে দেখা হবে।
নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে নির্বাচন কমিশন ও সরকারের আচরণের উপর বিএনপি’র এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সকল দলকে আস্থায় রেখে নির্বাচন করতে চায়।’