বাসস দেশ-৮ : হামলা অগ্নিসংযোগের ঘটনা নির্বাচন বানচালের অশনি সংকেত : জাসদ

95

বাসস দেশ-৮
বিবৃতি-জাসদ
হামলা অগ্নিসংযোগের ঘটনা নির্বাচন বানচালের অশনি সংকেত : জাসদ
ঢাকা, ১৪ নভেম্বর, ২০১৮ (বাসস ) : বিএনপি কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন বানচালের অশনি সংকেত হিসাবে বর্ণনা করেছেন জাসদ নেতৃবৃন্দ।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির লোকজনের এই জ্বালাও-পোড়াও, ভাংচুরের ঘটনা আগামী নির্বাচনকে সামনে রেখে একটি অশনি সংকেত। ঘটনা দৃষ্টে আমাদের মনে হচ্ছে, অন্ধকারের শক্তি নির্বাচন বানচালের জন্য আবারও বিএনপির কাঁধে আছড় করেছে।’
আজ দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে সম্পূর্ণ শান্তি পরিবেশে হঠাৎ করে বিনা উস্কানিতে বিএনপির লোকজন কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সাধারণ মানুষের গাড়ি ভাংচুরসহ জ্বালাও-পোড়াওয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
জাসদ নেতৃবৃন্দ নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিষয়ে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
বাসস/সবি/কেসি/১৭১৫/এএএ