সিলেটে প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার

333

সিলেট, ১৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : সিলেট বিভাগের প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) শিল্পীদের সঙ্গীত প্রতিভা অন্বেষণে ‘শ্রেষ্ঠ প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতা-২০১৮’ এর বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। বাছাইপর্বে উত্তীর্ণ ১৮জন কণ্ঠশিল্পীর অংশগ্রহণে আগামী ১৬ নভেম্বর শুক্রবার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ ফাইনাল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গ্রিন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে, বেঙ্গল এ্যাডভার্টাইজিংয়ের সহযোগিতায় প্রতিযোগিতা আয়োজনে বিশেষ সহযোগিতা দিচ্ছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার বাছাইপর্ব গতকাল মঙ্গলবার নগরীর জল্লারপাড় রোডের পশ্চিম জিন্দাবাজারস্থ হাসন রাজা জাদুঘর সংলগ্ন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর কার্যালয়ে সকাল ১০টা থেকে অডিশন রাউন্ড শুরু হয়। সিলেট বিভাগের প্রায় ৭০ জন প্রতিযোগী দু’টি বিভাগে এতে অংশ নেয়। তিনজন বিচারক প্যানেল বাছাই পর্বে দায়িত্ব পালন করেন।
বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সঙ্গীত শিল্পী রাজিয়া সুলতানা লাভলী লস্কর।