ময়মনসিংহে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

363

ময়মনসিংহ, ১৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় আজ কর অঞ্চলের আয়োজনে ‘উন্নয়ন ও উত্তরণ- আয়করের অর্জন, আয়করে প্রবৃদ্ধি- দেশ ও দশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ টাউন হল জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী এ আয়কর মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) সদস্য কানন কুমার রায়। কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা খন্দকার মাহবুব আলম, সর্বোচ্চ করদাতা ফজলুল হক হজন, চেম্বার্স অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট শংকর সাহা প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা আয়কর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এসময় তারা বিভিন্ন স্টলে সরকারি-বেসরকারি সংস্থার নিজস্ব আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন ও রিটার্ন গ্রহণ, ই-পেমেন্ট কার্যক্রমে সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। ১৩ থেকে ১৯ তারিখ পযর্ন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মোট ২২টি স্ট্রল অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভাগের বিভিন্ন জেলার সেরা করদাতার সম্মাননা প্রপ্ত সদস্যগণ, ব্যবসায়ী সংস্থার নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।