বাসস ক্রীড়া-১৭ : জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

340

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-ঢাকা টেস্ট-দলীয়
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
ঢাকা, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৭ উইকেটে ৫২২ রান তুলে নিজেদের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০৩। ২০১৪ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে তামিম ইকবালের ১০৯ ও ইমরুল কায়েসের ১৩০ রানের সুবাদে ৫০৩ রান করেছিলো বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে টাইগাররা। রেকর্ড গড়া ঐ ইনিংসে বাংলাদেশের পক্ষে তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিম ২০০, মোহাম্মদ আশরাফুল ১৯০ ও নাসির হোসেন ১০০ রান করেন।
বাসস/এএসজি/এএমটি/১৯১০/মোজা/স্বব