মুশফিকের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি

237

ঢাকা, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে নিজের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর । তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থ ডাবল সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবাল একটি করে ডাবল-সেঞ্চুরি করেছেন। মুশফিক করলেন দু’টি।
২০১৩ সালে গল-এ শ্রীলংকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরি করেন মুশফিক। সেটিই ছিলো টেস্ট ফরম্যাটে বাংলাদেশী কোন খেলোয়াড়ের প্রথম ডাবল-সেঞ্চুরি। আজ সাড়ে পাঁচ বছর পর দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেলেন তিনি।
এছাড়া ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম ও ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেন সাকিব।
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ডাবল-সেঞ্চুরি ইনিংস :
খেলোয়াড় রান প্রতিপক্ষ ভেন্যু সাল
মুশফিকুর রহিম ২০০ শ্রীলংকা গল ২০১৩
তামিম ইকবাল ২০৬ পাকিস্তান খুলনা ২০১৫
সাকিব আল হাসান ২১৭ নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
মুশফিকুর রহিম ২০৪*(চলমান টেস্ট) জিম্বাবুয়ে ঢাকা ২০১৮