ইয়েমেনের হোদেইদায় ২৪ ঘন্টায় নিহত ১৪৯

443

হোদেইদা (ইয়েমেনে), ১২ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইয়েমেনের হোদেইদা নগরীতে ২৪ ঘন্টায় সরকারের অনুগত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪৯ জন নিহত হয়েছে।
সোমবার দেশটির চিকিৎসা কর্মী ও সামরিক সূত্র একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোদেইদার এক সামরিক সূত্র ইয়েমেনের প্রধান বন্দর নগরীতে এই সংঘর্ষে সাত বেসামরিক লোকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।
হোদেইদার হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানায়, গতরাতে ১১০ হুতি বিদ্রোহী ও সরকারের অনুগত ৩২ যোদ্ধা নিহত হয়েছে।
সামরিক সূত্র নিশ্চিত করেছে যে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।