শ্রীলংকায় পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিরুদ্ধে প্রধান দলগুলোর আদালতে চ্যালেঞ্জ

238

কলম্বো, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): শ্রীলংকার প্রধান রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিরুদ্ধে সোমবার আদালতে চ্যালেঞ্জ করেছে। তারা আদালতের প্রতি পার্লামেন্ট পুনর্বহালের অনুরোধ জানিয়েছে। খবর এএফপি’র।
এছাড়া দেশটির প্রধান তিন দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে সিরিসেনার ২৬ অক্টোবরের বরখাস্তের নির্দেশ অবৈধ ঘোষণা করতে সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে। পার্লামেন্টে এ তিন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
সিরিসেনা বিক্রমাসিংহের স্থলে শক্তিশালী সাবেক নেতা মাহিন্দ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর পর থেকে শ্রীলংকায় নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। বিক্রমাসিংহ জোর দিয়ে বলেছেন, তিনিই এখনো দেশটির বৈধ প্রধানমন্ত্রী।