বাসস দেশ-১৯ : প্রথম দিনে ৫শ’ ৫৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি

294

বাসস দেশ-১৯
জাপা- মনোনয়ন-বিক্রি
প্রথম দিনে ৫শ’ ৫৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে প্রথম দিনেই ৫শ’ ৫৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি।
ফরম বিক্রি উপলক্ষে আজ বিকেলে বনানী অফিসে এক আনুষ্ঠানিক ব্রিফিংকালে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা জানান।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না করা নির্বাচন কমিশনের এখতিয়ার। মহাজোট নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। রাজনীতির আকাশের অন্ধকার কেটে যাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহনে নির্বাচন উৎসবমূখর হবে ।
ব্রিফিংকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব:) খালেদ আখতার আবদুস সবুর আসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/১৮৫৫/-জেজেড