বাসস ক্রীড়া-১৬ : মঙ্গলবার শুরু হচ্ছে জাতীয় হ্যান্ডবল

293

বাসস ক্রীড়া-১৬
হ্যান্ডবল-জাতীয়-পুরুষ-মহিলা
মঙ্গলবার শুরু হচ্ছে জাতীয় হ্যান্ডবল
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : দেশের ৩৩টি দলকে নিয়ে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ২৮তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যন্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম ও পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো। আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো।
আগামী ১২ জানুয়ারি শুরু হবে ২৯তম জাতীয় মহিলা হ্যান্ডবল। দুটি টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা। যার পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড। মঙ্গলবার পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ইন্সিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল আমিন ফারুক।
টুর্নামেন্ট উপলক্ষে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
ফেডারেশনের সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা ও মো. নূরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন ও মো: সালাউদ্দিন আহাম্মেদ এ সময় উপস্থিত ছিলেন। রোববার উদ্বোধনী ম্যাচে অংশ নিবে রাজশাহী ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।
বাসস/এএসজি/এমএইচসি/১৮৫৫/স্বব